রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঝালকাঠিতে প্রতিবন্ধী মামুনের একমাত্র সম্বল অটোরিক্সা হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে পরিবার

ইমাম বিমান:

ঝালকাঠি সদ‍র উপজেলাধীন আগারবাড়ী এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে প্রতিবন্ধী মামুনের জীবন জীবিকার একমাত্র সম্বল অটোরিক্সাটি চুরি হওয়ায় একক দিশেহারা প্রায়।গত ১২ জানুয়ারি রবিবার দিবাগত গভীর রাতে পাঁচটি তালা কেটে চোরের দল প্রতিবন্ধী মামুনে একমাত্র সম্বল অটো রিক্সাটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে রিক্সাটি না পেয়ে ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয় প্রতিবন্ধী মামুন জানান, এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে নতুন একটি অটো রিকশা কিনে ঝালকাঠি শহরে চালাতেন। যা আয় হতো তা দিয়ে কিস্তি চালাতে এবং মা ,স্ত্রী,ও সন্তানের মুখে খাবার দিতেন। ভালোই চলত পরিবার কিন্তু হঠাৎ তার পরিবারের উপর নেমে আসে কালো মেঘের থাবা। চুরি হওয়ার পর থেকে কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা আসবে বাড়ি ছেড়ে তারা পালিয়ে থাকেন। সেই থেকে পরিবারের মুখে খাবার দেয়ার মত কোন অর্থ নেই তাদের কাছে তারপর কিভাবে দিবে কিস্তির টাকা। এলাকাবাসী কেহ চাল ডাল দিয়ে সহযোগিতা করছেন। অটোচালক মামুনের একমাত্র কন্যা মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে।

এ বিষয় এলাকাবাসী বলেন, মামুন একটি ভালো ছেলে যদি কোন অসহায় ব্যক্তি রাস্তা দিয়ে হেটে যায় তিনি জোর করে অটো রিক্সায় নিয়ে আসে। এবং আমাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় রাত যত গভীর হোক না কেন মামুনকে ডাক দিলে সে অটোরিকশা নিয়ে হাজির হয় সেই বাড়িতে। সমাজের বিত্তবানদের কাছে আমাদের আবেদন অসহায় পরিবারের আপনারা পাশে দাঁড়াবেন। যদি মামুনের একটি অটোরিকশা হয় তাহলে কিস্তির টাকা পরিশোধ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

মামুনের বৃদ্ধ মা কেঁদে কেঁদে বললেন, আমার পরিবারের এখন কি দেখবে ছেলে যা আয় করত তা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের জায়গা জমি বিক্রি করার মতো কিছু নেই। কিস্তি উঠিয়ে ছেলে একটি রিক্সা কিনে, তা দিয়ে সংসার চালাতে।এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular