বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝালকাঠিতে গলা কেটে কৃষক হত্যা মামলার রায় ঘোষনা, দুই ভাই সহ ৩ জনের মৃত্যুদন্ড

রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠির নলছিটিতে কৃষককে গলা কেটে হত্যা মামলার রায় ঘোষনা,
৫ জন অাসামীর মধ্যে দুই সহদোর ভাই সহ ৩জনকে মৃত্যুদন্ড ও ২জনকে বেকসুর খালাশ দিয়েছে ঝালকাঠির অাদালত। বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষনা করেন। এই রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত অাসামিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। অপর ২জন দোষী সাব্যস্ত না হওয়ায় বিজ্ঞ অাদালত তাদের খালাশ দিয়েছেন।
মামলার বিবরনে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত দুইটার দিকে নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের কৃষক মুনছুর অালী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভিতর প্রবেশ করে কৃষক মুনছুর অালী খানকে গলা কেটে হত্যা করে।  এ সময় মুনছুর অালীর ছেলে অাব্দুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকেও  কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার পরের দিন নিহতদের ছেলে অাব্দুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে অাসামী করে নলছিটি থানায় একটি মামলা দায়েন করেন। ঝালকাঠির বিজ্ঞ অাদালত মামলাটি তদন্তভার পুলিশের ” অপরাধ তদন্ত বিভাগ ” ( সি অাইডি)  কে দায়িত্ব ভার দিলে সি অাই ডি পরিদর্শক অাবুল খায়ের মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৪ নভেম্বর অাসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৫ অাগষ্ট অাদালত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ অামলে নিয়ে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেন।  ১৫ জন স্বাক্ষির স্বাক্ষ্য শেষে বিজ্ঞ অাদালত এ রায় ঘোষনা করেন।

এ মামলাটি রাষ্ট্র পক্ষের অাইনজীবি
” পাবলিক প্রসিকিউটর ”  ( পি পি ) এ্যাড.অাব্দুল মান্নান রসুল ও অাসামী পক্ষে ” সহকারী পাবলিক প্রসিকিউটর ”
( এ পি পি)  বনি অামিন বাকলাই মামলাটি পরিচালনা করেন। এ বিষয় অাসামী পক্ষের এ্যাড. বনি অামিন বাকলাই জানান ঘোষিত রায়ের বিরুদ্ধে অাসামীদের পক্ষে উচ্চ অাদালতে অাপিল করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular