বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝালকাঠিতে কিশোরী কন্যাকে ধর্ষনের অভিযোগে মায়ের থানায় মামলা দায়ের

 

ইমাম বিমান, ঝালকাঠি থেকে :
ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য কতৃক কিশোরী কন্যাকে (১৩) আটকে রেখে ধর্ষন করার অভিযোগে কিশোরী কন্যার মা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাদীর অভিযোগ সূত্রে জানাযায়, গত ৮ নভেম্বর সদর উপজেলাধীন বাউকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য এমদাদ থলপহরী কিশোরী কন্যাকে বাড়ি থেকে পিপলিতা গ্রামে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় রাস্তা থেকে ডেকে নিয়ে স্থানীয় বিদ্যালয়ের সংলগ্ন বর্ষা বেগমের সহযোগীতায় ভারাটিয়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষন করেন।
এ বিষয় কিশোরী কন্যার মা বাদী হয়ে (৭ ডিসেম্বর) এমদাদুল হক ও তার সহযোগীর বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন যার (নম্বর -০৮/০৭-১২-১৯) ।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, মেয়েটি যখন থানায় ছিল তখন নির্যাতনের কোনো অভিযোগ করেনি। বিভিন্নজনের কাছে নির্যাতনের অভিযোগ শুনে মেয়েটির বাড়িতে অফিসার পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছি। রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলে তা নারী ও শিশু নির্যাতন আইনে রেকর্ড করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular