ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণে জনসচেতনতায় নৌ র‌্যালি অনুষ্ঠিত

0
54

রিপোর্ট : ইমাম বিমান-

ঝালকাঠিতে ইলিশ সংরক্ষনে জেলা প্রসাশন ও জেলা মৎস অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতায় এক বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইলিশ সম্পদ রক্ষায় ইলিশ প্রজনন মৌসুমে সরকার কতৃক ঘোষিত ইলিশের অভয়াশ্রমের নদী গুলোতে গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন পর্যন্ত ইলিশ ধরা নিষদ্ধ করে। এই ২২দিন অর্থাৎ ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকার করা, বিপনন,পরিবহন ও মজুদ করা থেকে বিরত রাখা ও জনগনকে ইলিশ রক্ষায় জেলে শহ সকল স্তরের মানুষকে উৎস প্রদানের লক্ষে জেলা প্রসাশন কতৃক ভিন্ন এক ব্যতিক্রমী র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ইলিশ প্রজন মৌসুম হিসেবে সরকার ঘোষিত ২২দিনের ইলিশ ধরা বা শিকারে নিষেধাজ্ঞার দিন ৭ অক্টোবর শুক্রবার সকালে জেলা শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্প্রিডবোট ও ৮টি সুসজ্জিত ট্রলার যোগে স্থানীয় সুগন্ধা ও বিশখালি নদীর বিভিন্ন এলাকায় আনুমানিক প্রায় ১০ কিলোমিটার নদী পথে র‌্যালি করে। এবং র‌্যালিতে অংশ গ্রহনকারী দুটি স্প্রিডবোট ও ৮টি সুসজ্জিত ট্রলারে ইলিশ নিধন থেকে সকলকে বিরত থাকতে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসন ও জেলা মৎস বিভাগ কতৃক আয়োজিত বর্নাঢ্য র‌্যালিতে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নেতৃত্বে জেলা মৎস বিভাগ, জেলা পুলিশ, জেলে, মৎসজীবী সংগঠন ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান র‌্যালিতে অংশ নেয়। উল্লেখ্য আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠিতেও ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে বলে প্রচারনাও চালানো হয়।