বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জ্যাকুলিন মিথিলার আত্মহত্যা !

নিউজ ডেস্ক:

নানাভাবে আলোচিত-সমালোচিত মডেল জ্যাকুলিন মিথিলা আত্মহত্যা করেছেন। জানা গেছে, গত শুক্রবার সকালে চট্টগ্রামের বন্দর থানার নিজ বাড়িতে গলায় ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করেন এই সমালোচিত মডেল । পারিবারিক সূত্র এ তার আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন। তার বাবা স্বপন শীল এ ঘটনায় থানায় ডায়েরি করেছেন।

মিথিলার বাবা স্বপন শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, “মিথিলা মারা গেছে। গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের ওষুধ খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনই বলতে চাচ্ছি না”

এদিকে ঘটনার ৪ দিন পর গতকাল মঙ্গলবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “গত শুক্রবার নিজ বাসায় আত্মহত্যা করেছেন মডেল জ্যাকুলিন মিথিলা। ঘটনার দিনই তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ”

ওসি আরও জানান, “জ্যাকুলিনের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর তার ভালোবাসা কমে গেছে। ’ এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ”

এরপর পুলিশের এই কর্মকতা বলেন, “এই মৃত্যুর কারণ হিসেবে স্বামীর সঙ্গে তার ঝগড়াকেই উল্ল্যেখ করা হয়েছে। তবে মামলায় মিথিলার প্রকৃত নাম দেওয়া হয়েছে জয়া শিল। আর সেখানে তার বয়স দেওয়া হয়েছে ২২ বছর। মীঠীলাড় স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ি। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া লাগতো। এই কারণে সে আত্মহত্যা করেছেন। ”

এদিকে জানা গেছে, মিথিলার স্বামী উৎপল রায় একজন সরকারি চাকরিজীবী। তাদের মধ্যে সাত বছরের প্রেম ছিল। গত বছরের নভেম্বর মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে সবসময়ই মনোমালিন্য চলতে থাকে।

জ্যাকলিন মিথিলার জন্মস্থান এবং শৈশব কেটেছে ফেনীতে। তার পিতা স্বপন শীল পেশায় নাপিত। জ্যাকলিন কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানে নেচেছেন। সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচেন তিনি।

মিথিলা প্রতিনিয়ত ফেসবুক লাইভে এসে নিজেকে খোলামেলা ভঙ্গিমায় প্রকাশ করেছেন। এর ফলে বিতর্কের মুখে পড়েন তিনি। নিজেকে বাংলাদেশের সানি লিওনি হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি নিজেই। খোলামেলা ছবি ও সল্প পোষাকে নিজেকে ফেসবুক লাইভে এনে অল্প সময়েই বিতর্কিত তারকা হিসেবে খ্যাতি পেয়েছিলেন জ্যাকলিন মিথিলা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular