জোভান-সাবিলার ‘ব্রেকআপ পার্টি’ !

0
31

নিউজ ডেস্ক:

অনেকটা বিরতির পর রোমান্টিক প্রেমের গল্প ‘ব্রেকআপ পার্টি’ নামে একটি একক নাটকে আবারো একসঙ্গে অভিনয় করলেন জোভান আহমেদ ও সাবিলা নূর।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রুমেল বলেন, ‘দীর্ঘ তিন বছর ধরে প্রেম করছে সাবিলা নূর ও জোভান। নানারকম টানাপোড়েনের মধ্য দিয়ে কেটেছে তাদের বিগত দিনগুলো। সর্বশেষ ওরা সিদ্ধান্ত নেয় সম্পর্কের ইতি টানার। কিন্তু বাদ সাধে ওদের বন্ধুরা।

বন্ধুদের দাবি, ব্রেকআপ করবা করো কিন্তু পার্টি দিয়ে ব্রেকআপ করতে হবে। এরপর জোভান-সাবিলা ব্রেকআপ পার্টির আয়োজন করে। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি। ’

সাবিলা-জোভান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন লাক্স তারকা তানিন তানহা। বর্তমানে বর্ষা মৌসুম চলছে। তাই শ্রাবণের আকাশ গোমড়া করে অঝোরে বৃষ্টি নামবে সেটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। আর এ বৃষ্টি মাথায় নিয়েই ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করেছেন নির্মাতা। ঈদুল আজহায় নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হবে।