চুয়াডাঙ্গায় প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা
নিউজ ডেস্ক:আগামী ১৭ নভেম্বর রোববার থেকে সারা দেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। ২৪ নভেম্বর রোববার এ পরীক্ষা শেষ হবে। চুয়াডাঙ্গা জেলায় এবার মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৮৮০ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ১৮ হাজার ৩৫১ এবং ইবতেদায়ী সমাপনীতে ১ হাজার ৫২৯ জন। জেলার চার উপজেলার ৫৬টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী পরীক্ষা দেবে।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমানসহ চার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।