বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জেনে নিন যে হাতব্যাগের দাম সাড়ে তিন কোটি টাকা !

নিউজ ডেস্ক:

হাতব্যাগের দাম সাড়ে তিন কোটি টাকা! শিরোনাম দেখেই তো অবাক হওয়ার কথা। হ্যাঁ এবার ৩ লাখ ৮০ হাজার ডলার বিক্রি হয়েছে একটি হাতব্যাগ। যার বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ হাজার টাকা। এ যাবৎ যত হাতব্যাগ বিক্রি হয়েছে সেসবের দাম ছাড়িয়ে গেছে এই ব্যাগটি। হারমেস বারকিন এ ব্যাগের নির্মাতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ক্রিস্টি নামের একটি নিলাম সংস্থা হংকংয়ে নিলামে তোলে এই ব্যাগ। এই ব্যাগের বকলেসটি ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। এ ছাড়াও রয়েছে ২০৫টি হিরা। এটি সাদা কুমিরের চামড়া থেকে তৈরি। এই সাদা চামড়াকে হিমালয়ের শুভ্র বরফের সঙ্গে তুলনা করা হয়েছে।

এর আগে নিলামে সর্বোচ্চ দাম ওঠা ব্যাগটিও ছিল হারমেস বারকিনের। ২০১৬ সালের ওই ব্যাগটির সঙ্গে এবারের ব্যাগটির খুব মিল আছে। ওইটার দাম ওঠে ৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৪০ লাখ টাকা। প্রতিবছর হাতে গোনা কয়েকটি ব্যাগই তৈরি করে থাকে হারমেস।

Similar Articles

Advertismentspot_img

Most Popular