বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জেনে নিন বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তির কিছু অদ্ভুত কাণ্ড !

নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি একজন নারী! তার নাম হেট্টি গ্রিন, আমেরিকার নিউইয়র্ক শহরের বাসিন্দা তিনি। বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাতি আছে এ ব্যবসায়ী নারীর।
তিনি পেশায় একজন সফল রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন।

তবে তিনি এতোটাই কৃপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পরিবর্তন করতেন না। পানি খরচ হবে বলে হাত ধুতেন কম, গাড়িও চড়তেন একটি অতি পুরনো।

প্রচন্ড শীতেও গরম পানি ব্যবহার করতেন না তিনি। খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং। এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন।

১৮৩৫ সালে জন্ম নেওয়া এই নারীর মৃত্যু হয় ১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় ৭৫ কোটি টাকা ছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular