বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জেনে নিন বলিউডে শিল্পীদের ১টি গানের পারিশ্রমিক কত ?

নিউজ ডেস্ক:

বলিউডে যে শিল্পীদের গলা আমাদের মাতিয়ে দেয়, ছবি হিট করার একটা গুরু দায়িত্ব পালন করেন, সেই গায়করাও কিন্তু নায়ক বা নায়িকাদের তুলনায় পারিশ্রমিকের অঙ্কে খুব বেশি পিছিয়ে নেই। বরং বলা যায়, বলিউডের এক একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকতে উঠবেন। একটি গান গাইতে তাঁরা যা চার্জ নেন, তাতে রীতিমতো অবাক করার মতো।

হানি সিং:

এই মুহূর্তে ভারতের সেরা র‌্যাপার। জনপ্রিয়তার শীর্ষে। একটি গান গাইতে কত পারিশ্রমিক জানেন? হানি সিং একটি গান গাইতে ১৫ লাখ টাকা নেন।

অরিজিত্‍‌ সিং:

অসাধারণ গলার এই শিল্পীর গানে মজে না, এমন মানুষ নেই। আপনার প্রিয় এই গায়কের পারিশ্রমিকও নিছক কম নয়। একটি গান গাইতে অরিজিত্‍‌ সিং নেন ১৩ লাখ টাকা।

সুনিধি চৌহান:

এশিয়ার ৫০ জন সেক্সি নারীর তালিকায় রয়েছে সুনিধি চৌহানের। গানের গলাতেও দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে ৯ লাখ টাকা পারিশ্রমিক নেন।

শ্রেয়া ঘোষাল:

শ্রেয়া ঘোষালের গলার ভক্ত দেশজুড়ে। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৭ লাখ টাকা।

আতিফ আসলাম:

পাকিস্তানের নাগরিক হলেও, সুরেলা গলায় তিনি ‘দিল’ জিতে নিয়েছেন ভারতেরও। আতিফ আসলাম একটি গান গাইতে নেন ৮ লাখ টাকা।

সূত্র: এইসময়

Similar Articles

Advertismentspot_img

Most Popular