বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জেনে নিন ঝড়ের সাথে প্রচুর মাছ উড়ে আসল যে গ্রামে !

নিউজ ডেস্ক:

আপনি মাছবৃষ্টির কথা শুনেছেন কী? এমনটাই এবার হল শ্রীলঙ্কার চিলওয়া জেলার এক গ্রামে ! গত সোমবার ঝড়ে গ্রামে উড়ে আসে প্রচুর মাছ। প্রায় ৫০ কেজি মাছ বিনা চাষেই আকাশ থেকে পড়ল।
এই নিয়ে শ্রীলঙ্কায় তিনবার মাছবৃষ্টি হল। কই, চিংড়িসহ নানা চারাপোনা গ্রামের ঝোপঝাড়ে ঝড়ে পড়ে।

ঘটনার প্রতিক্রিয়ায় বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, কালবৈশাখীর সময়ে নদী বা সাগরে প্রবল ঘূর্ণির সৃষ্টি হয়। ঘূর্ণির সময়ে পানিতে থাকা মাছও অনেক উপরে উঠে আসে। ঝড়ের হাওয়ায় মাছগুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আর এমনটাই হয়েছে সেই গ্রামে। মাছ ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা সেগুলিকে পাত্রের মধ্যে রেখে সংরক্ষণ করতে থাকেন। কেউ আবার প্লাস্টিকের ব্যাগে পানি দিয়ে মাছগুলো বাড়ি নিয়ে যান। গ্রামবাসীর মধ্যে মাছবৃষ্টির নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়। যদিও বিট্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে মাছ বৃষ্টির গবেষণা চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular