বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জেনে নিন চা থেকেই হতে পারে মদের নেশা, জানালো গবেষণা !

নিউজ ডেস্ক:

নেশার নিরিখে একেবারেই নিরীহ। এক কাপ চায়ে আর কতটাই বা মাদকতা থাকতে পারে।
কিন্তু এই চা যদি মদের কাজ করে দেয়, তাহলে মাতালরা তো বটেই, ‘চা’ বিক্রেতারাও অনেক খুশি হবেন, এ কথা হলফ করে বলা যায়।

ভারতের আসামের টোকচাই টি রিসার্চ ইনস্টিটিউটের ৫ বিজ্ঞানী সম্প্রতি জোরহাটে চা থেকে ওয়াইন তৈরি করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এক সাক্ষাৎকারে ইনস্টিটিউটের ডিরেক্টর অনুপকুমার বড়ুয়া জানিয়েছেন, পাইয়োনিয়ার টি রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা তিন রকমের চা থেকে তিন রকমের ওয়াইন তৈরি করেছেন। সেই তিন রকম ওয়াইন হল সিটিসি ওয়াইন, অর্থোডক্স ওয়াইন এবং গ্রিন ওয়াইন।

এই তিন প্রকার মদই অর্গ্যানিক। এতে কোনও রকমের কীটনাশকও নেই। এই ওয়াইন সর্বতোভাবে স্বাস্থ্যসম্মত। নিয়মিত পানে এই ওয়াইন ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ডিমনেশিয়া প্রতিরোধ এবং কয়েক রকমের ক্যানসার প্রতিরোধও করতে পারে বলে জানিয়েছেন অনুপ কুমার বড়ুয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular