জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা যে দেশেই থাকুক ফিরিয়ে আনা হবে: আইন উপদেষ্টা

0
1

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘হাসিনা সরকারের সময় সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল—এমন প্রমাণ মিললে, তারা যেদেশেই থাকুক আইন অনুযায়ী তাদের ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘যে দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, সে দেশ থেকে অপরাধীদের ফিরিয়ে আনতে ওই দেশের সঙ্গে আলোচনা করা হবে ‘ তিনি বলেন, ‘বিচার কাজ শুরু হওয়া পর্যন্ত যদি শেখ হাসিনা ভারতে থাকেন, তাহলে তাকে ফেরত চাওয়া আমাদের জন্য সুবিধা হবে। কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে।’

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ   ট্রাইব্যুনালের তিন বিচারপতি নিয়োগ করা হয়েছে।  এর মধ্যে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরীর
বিচারিক কাজ অচিরেই শুরু হবে। জুলাই বিপ্লবের ঘটনায় যে নির্মম অপরাধ হয়েছে সেটার বিচার এখানেই হবে।

তিনি বলেন, বিচার কাজের সুবিধার জন্য আরও বিচারক নিয়োগের প্রয়োজন হলে তা দেওয়া হবে। যদি ট্রাইব্যুনাল ১ বা ২ করতে হয় সেটা করবে সরকার।

আইন উপদেষ্টা বলেন, নিম্ন আদালতের বিচার কাজ দ্রুত শুরু করার কাজ চলছে। এ জন্য পিপি নিয়োগের কাজ চলছে। আগের ফ্যাসিস্ট সরকার অনেক মনগড়া মামলা করেছে, সেগুলো যাচাই-বাছাই করে বাদ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই সরকার বেআইনিভাবে কিছু করবে না। সেটা করার ইচ্ছেও আমাদের নেই।

আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মাসেই মধ্যেই বিচার কাজ শুরু হবে।আন্তর্জাতিক অপরাধ আদালত চাইলে যেকোনো দেশের বিচারক নিয়োগ করতে পারবেন। অংশীজনদের সঙ্গে আলোচনা করেই আন্তর্জাতিক অপরাধ আদালতের সংশোধন করার কাজ চলছে।