নিউজ ডেস্ক:
চীনের রাজধানী বেইজিংয়ে চায়না ইন্টারনেট কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সটি ১০ জুলাই থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হবে।
এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সোসাইটি অব চায়নার সভাপতি উ হেকিয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, সম্মেলনটিতে শিল্পের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আলোকপাত করা হবে। খবর সিনহুয়া’র।
এই সম্মেলনে অর্থনীতি, বিনিয়োগ, ব্লক চেইন, ইন্টারনেটভিত্তিক স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রাভেল ও উদ্ভাবনী অ্যাপস এর মতো বিষয়গুলো স্থান পাবে।
সম্মেলনটিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াটিভের জন্য ইন্টারনেট এন্টারপ্রেনার ফোরামের ওপর বিশেষভাবে আলোকপাত করা হবে।