জুনে ক্রসফায়ারে নিহত ১৫ !

0
24

নিউজ ডেস্ক:

গত জুন মাসে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি করে।

সংস্থার কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে ১৫ জন নিহত হন। এর মধ্যে পুলিশের ক্রসফায়ারে ১১ জন, র‌্যাবের ক্রসফায়ারে ৩ জন এবং যৌথ বাহিনীর ক্রসফায়ারে ১ জন নিহত হন।

এ ছাড়া সংস্থাটি জানিয়েছে, জুন মাসে সারা দেশে আত্মহত্যা করেছেন ৫২ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন নারী ও শিশু, ২৭ শিশুকে হত্যা করা হয়েছে, যৌতুকের কারণে প্রাণ দিতে হয়েছে ৭ জন নারীকে,পারিবারিক কলহে জুন মাসে নিহত হন ৪৬ জন, সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ২৪ জন,  সন্ত্রাসীর হাতে খুন হয়েছেন ৬৫ জন।