রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামিবিহীন ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫৬ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত উথলী বিওপির টহল দল শনিবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৭০/৮-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ছটাংগা পাড়ার মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় আসামিবিহীন ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই ব্যাটালিয়নের অধীনস্ত নতুনপাড়া বিওপির টহল দল শনিবার রাত পৌনে ১০টার দিকে সীমান্ত পিলার ৬৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাইতুল্লার আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিবিহীন ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular