চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক ১৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আতিয়ার রহমান (নয়া দিগন্ত) সভাপতি ও ফয়সাল মাহাতাব মানিক (যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি ভেঙ্গে দেওয়া হয়। নতুন কমিটিতে চাষী রমজান (নবচিত্র) সহ-সভাপতি, মুতাছিন বিল্লাহ (কালবেলা) যুগ্ম-সাধারণ সম্পাদক, আসিম সাঈদ (বিবার্তা ২৪ ডট নেট) দপ্তর সম্পাদক, বশির আহমেদ (পশ্চিমাঞ্চল) অর্থ সম্পাদক, আমিনুর রহমান (আজকের বসুন্ধরা) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, ফেরদৌস ওয়াহিদ (বার্তা ২৪) প্রচার, প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ শহিদ (জীবননগর বার্তা), নূর আলম( লোকসমাজ), জাহিদুল ইসলাম মামুন (সময়ের সমীকরণ), আহম্মেদ সগীর (বাংলাদেশ এক্সপ্রেস) ও ডি এম মতিয়ার( আকাশ খবর)। কমিটি গঠন উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা ও জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, মিঠুন মাহমুদ, আজিজুর রহমান ডাবলু, মেহেদী হাসান সস্রাট, রফিকুল ইসলাম রফিক শাহ, তারিকুর রহমান, আব্দুল্লাহ আল মাসুম,মনিরুজ্জামান রিপন প্রমুখ।