চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে জীবননগর থানার ফোর্স অফিসার জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযানে আজ ১৩ মে ২০২৪ তারিখ রাত্র অনুমান ০০:৩০ ঘটিকা হতে ভোর ০৫:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচলনাকরে ।
সিআর পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ আঃ হামিদ (৪০), পিতা-মৃত শুকুর আলী, সাং-মনোহরপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা এবং জিআর পরোয়ানা ভুক্ত আসামী ২। মোঃ কাশেম উদ্দিন @ কসিম (৫৫), পিতা-মৃত মহাসিন আলী, সাং-সেনেরহুদা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ৩। মোঃ জসিম উদ্দিন @ জসি (৬১), পিতা-মৃত মহাসিন আলী, সাং-সেনেরহুদা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৪। মোঃ সজল (২০), পিতা-মোঃ কাশেম উদ্দিন কচি, সাং-সেনেরহুদা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৫। মোঃ হিরোক (৩০), পিতা- মৃত মমিন উদ্দিন, সাং-সেনেরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৬। মোঃ বাবুল (২৫), পিতা- মোঃ মগবুল সাং-সেনেরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৭। মোঃ হাসান আলী (২১), পিতা- হাউস আলী, সাং-সেনেরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৮। মোঃ শরীফ (৪৫), পিতা- মৃত মল্লিক মন্ডল, সাং-গয়েশপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ৯। মোঃ শাহিন হোসেন (২১), পিতা- মোঃ তাহাজ উদ্দিন @ তাজুক, সাং-সেনেরহুদা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।
১০। মোঃ তাহাজ উদ্দিন @ তাজুক (৪৯), পিতা- মহাসিন আলী বিশ্বাস, সাং-সেনেরহুদা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ১১। মোঃ সেলিম হোসেন (৩২), পিতা- মোঃ লাল মিয়া @ হারান, সাং-বেনিপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ১২। মোঃ লাল মিয়া @ হারান (৬৫), পিতা-মৃত ফকির চাদ মালতে, সাং-বেনিপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ১৩। চন্দন (২৬), পিতা-মোঃ শরিফ উদ্দিন, সাং-গয়েশপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ১৪। মোঃ হামিদুল ইসলাম (৩০), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-গয়েশপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ১৫। মোঃ রুমাত আলী (৪০), পিতা-মৃত মল্লিক মন্ডল, সাং-গয়েশপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাগনদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।