বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগর ও দামুড়হুদায় বিজিবির পৃথক পৃথক অভিযান

ভারতীয় চীনা বাদাম পেঁয়াজ ও মদ উদ্ধার
নিউজ ডেস্ক: জীবননগর ও দামুড়হুদায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় চীনা বাদাম, ভারতীয় পেয়াজের বীজ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসকল চোরাচালানি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার অন্তর্গত সন্তেষপুর মোড়ের রাস্তার উপর হতে ৮৫০ কেজি ভারতীয় চীনা বাদাম (খোসাবিহীন) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, গত সোমাবার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোষ্ট নামক স্থান হতে ৫৬ কেজি ভারতীয় পেয়াজের বীজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।
অপরদিকে, একইদিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫শ’ টাকা।
উদ্ধারকৃত ৮৫০ কেজি চীনা বাদাম, ৫৬ কেজি পেয়াজের বীজ এবং ১৩ বোতল মদ’র সর্বমোট মূল্য ৬ লাখ ৯৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত পেয়াজের বীজ ও মদ কাষ্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular