বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগরে রাইসমিলে আগুন, ধান পুড়ে ভস্মিভূত!

নিউজ ডেস্ক:জীবননগর বাঁকা ব্রিকস্ ফিল্ডে সাথী অটো রাইসমিলে ভয়াবহ অগ্নিকা-ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দিলে জীবননগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে দর্শনা ও ঝিনাইদহের কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাথী অটো রাইসমিলের ম্যানেজার আলম হোসেন বলেন, ‘রাইসমিলের আগুন লাগার অংশটি বন্ধ ছিল। কীভাবে আগুন লেগেছে, আমরা বুঝতে পারছি না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’ এ আগুনে রাইসমিলের ধান তোলা অ্যালিমিটার ও গুদামের রাখা ধান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও ম্যানেজার জানান।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular