তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়ে গেছেন। কিন্তুতার ধান্দাবাজ নেতা-কর্মীদের রেখে গেছেন। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজার সময় এলাকায় নিরাপত্তা বজায় রাখতে আমাদের দলীয় নেতা-কর্মীরা প্রতিটি মণ্ডপে গিয়ে খোঁজখবর রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই, সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।
’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ময়েন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাদল, বিএনপি নেতা আ. রাজ্জাক, আবুল কালাম, রফিকুল ইসলাম রফা, সাইদুর রহমান, যুবদল নেতা আব্দুল মোমিন, ইয়াদুল, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, ওয়াসিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোখছেদুর রহমান রিমন, জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।