বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগরে বৃদ্ধের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ফকির মোহাম্মদ (৬৩) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

গতকাল বুধবার ভোরে উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ফকির মোহাম্মদ একই এলাকার মৃত ইমান আলীর ছেলে। স্থানীয়রা জানান, মৃত ফকির মোহাম্মদ বয়সন্ধির কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ছিলেন। দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান।

পারিবার সদস্যরা বুধবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এলাকাবাসী জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কলহের কারণে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন পর ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular