বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগরে ফেনসিডিলসহ তোতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাঁকে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। গত রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের কোর্টপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার পুলিশ জানতে পারে, কোর্টপাড়া এলাকায় বেশ কিছু ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) গাফ্ফার ফোর্স নিয়ে রোববার দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুর রহিমের ছেলে তোতা মিয়াকে (২৬) গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে উদ্ধার করা হয় ১১৫ বোতল ফেনসিডিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular