বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জীবননগরে পাওয়ার ট্রিলা উল্টে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক: জীবননগর মনোহরপুর বাসষ্ট্যান্ড মসজিদের সামনে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলারের চাকা বাস্ট হয়ে চালক সাব্বিরের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর বাসষ্ট্যান্ড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপ ইউনিয়নের কেশবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাওয়ার ট্রিলার চালক সাব্বির (২২) নিহত হয়। স্থানীয় বাজার পাহারাদার কমিটির দলপতি মুক্তার হোসেন বলেন, শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলার বিচালি বোঝাই করে জীবননগর থেকে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন। রাত ২টার দিকে গাড়িটি মনোহরপুর বাসষ্ট্যান্ডে পৌছালে শ্যালো ইঞ্জিনচালিত অতিরিক্ত বিচালি বোঝাইয়ের কারনে গাড়ির সামনের চাকা বাস্ট হলে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলারটি উল্টে যায় এবং গাড়ির চালক ট্রিলারের নিচে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বিরের পরিবার জানায়, নিহত সাব্বির গত রবিবার রাতে পাওয়ার ট্রিলারে বিচালি বোঝায় করে কুষ্টিয়ায় বিচালি বিক্রয় করার উদ্দেশ্যে নিজ গ্রাম কেশবপুর থেকে বের হয়। হঠাৎ রাত আড়াইটার সময় মনোহরপুর থেকে একজন ফোনে জানায়, পাওয়ার ট্রিলারের চাকা বাস্ট হয়ে সাব্বির নিহত হয়েছে। তথ্যনুসন্ধানে জানা গেছে, নিহত পাওয়ার ট্রিলার চালক সাব্বির গত দুই মাস আগে পাশের একটি গ্রামে বিয়ে করেন। এদিকে নিহত সাব্বিরের লাশ তার নিজ গ্রাম কেশবপুরে পৌছালে গোটা পরিবারটি কান্নায় ভেঙ্গে পড়ে। সাব্বিরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular