জীবননগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ আহত-৬

0
7

নিউজ ডেস্ক:জীবননগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে জীবননগর মেইন শহরের ট্রাফিক আয়ারল্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় সিএনজির যাত্রী জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মৃত সায়েদ আলী স্ত্রী ময়না খাতুন (৩৫), লক্ষীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাইম (২২), একই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী লালবানু (৩০), বিকাশের স্ত্রী রেহেনা (২৭), রফিকুলের স্ত্রী নাজমা (২৮) ও লাল মিয়ার স্ত্রী রিজিয়া খাতুন (২৭)। আহতদের স্থানীয় জনগন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহতরা প্রতিদিনের ন্যায় গতকাল ভোরে জীবিকার সন্ধানে সিএনজি ভাড়া করে বৈদ্যনাথপুর গ্রামে লেবার হিসাবে আলু তুলার জন্য কাজে যাচ্ছিল। মেইন বাসস্ট্যান্ডের ট্রাফিক আয়ারল্যান্ড ঘুরতেই একটি বালি ভর্তি ট্রাক সিএনজিটি ধাক্কা দিলে সিএনজি উল্টে সকল যাত্রীরা রোডে পড়ে যায়। এ সময় স্থানীয় জনগন ছুটে এসে সিএনজি তুলে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, সিএনজির ধাক্কায় আহতদের মধ্যে মোটামুটি সবাই সুস্থ আছে। এর মধ্যে একজনের হাতের আঙ্গুল কেটে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।