নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের গনি মিয়ার নাবালিকা মেয়ে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিরন খাতুনকে গোপনে একই উপজেলার উথলী ইউনিয়নের মৃগীমারী গ্রামের মৃত আনসার আলীর ছেলে জামাল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা তিনটার দিকে জীবননগর উপজেলা ও বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা জীবননগরের ইউএনওকে বিষয়টি জানালে ইউএনও সিরাজুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। সেই সঙ্গে নাবালিকা ওই স্কুলছাত্রীর লেখাপড়ার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী আ. আলিম সজল, প্রকল্প কর্মকর্তা আকাশ, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান প্রমুখ।