নিউজ ডেস্ক:জীবননগরে গত এক মাসে আরও ৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের বিনা মূল্যে যাবতীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনাক্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যার ফলে রোগীরা সুস্থ হয়ে উঠছেন। গতকাল মঙ্গলবার উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আজির বকসোর ছেলে আজানুর রহমান (৩০) প্রচ- জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর রক্ত পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করেন। এ সময় চিকিৎসক তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান শুরু করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, ‘জীবননগর উপজেলায় গত এক মাসে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং অনেকে এখনো চিকিসাধীন আছেন, আশা করছি দ্রুত তাঁরাও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এ ছাড়া ডেঙ্গু শনাক্ত রোগীদের আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করছি এবং তাঁদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন ডেঙ্গু রোগীরা।’