নিউজ ডেস্ক:
জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অবৈধভাবে বিএনপি গঠন করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি সোমবার বিকেলে হাবিবুর রহমান সিরাজ চতুর্থ বারের মতো আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সংবর্ধনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘তারা যতদিন থাকবে ততদিন এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ’
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি মো. শামসুর রহমান বকুলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা।