নিউজ ডেস্ক:
সকাল ১০ টা থেকে রাত ১০ টার মধ্যে ৩৩ অথবা ৫৯ টাকা রিচার্জ করলে সকল গ্রামীণফোন প্রিপেইড কাস্টমারদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ। অফারটি চলবে ০৫ থেকে ১৯ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত। এছাড়াও, গ্রামীণফোন-এর সকল প্রিপেইড কাস্টমারগণ ৩৩ অথবা ৫৯ টাকা রিচার্জ করে নিচের অফারগুলো উপভোগ করতে পারবেন:
রিচার্জ অ্যামাউন্ট | অফার | মেয়াদ |
---|---|---|
৩৩ টাকা | ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘন্টা যেকোনো লোকাল নম্বরে) + 33MB ইন্টারনেট | লোয়ার ট্যারিফ ও ইন্টারনেটের জন্য মেয়াদ ৩ দিন (রিচার্জের দিনসহ) |
৫৯ টাকা | ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘন্টা যেকোনো লোকাল নম্বরে)+59 MB ইন্টারনেট ও
ওয়েলকাম টিউন সাবস্ক্রিপশন ফ্রি (৭২ ঘন্টার মধ্যে ওয়েলকাম টিউন সাবস্ক্রিপশন করা হবে) |
লোয়ার ট্যারিফ ও ইন্টারনেটের জন্য ৫ দিন (রিচার্জের দিনসহ)
এবং ওয়েলকাম টিউন এর জন্য মেয়াদ ৩০ দিন (সার্ভিস অ্যাক্টিভেশনের দিন থেকে) |
** রিচার্জকৃত অ্যামাউন্ট গ্রাহকের মূল ব্যালেন্স-এর সাথে যোগ হবে
- অফারটি পেতে কাস্টমারদেরকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ করতে হবে (৩৩ অথবা ৫৯ টাকা)
- অফার চলাকালীন সময়ে বিশেষ ট্যারিফ ১ পয়সা/সেকেন্ড যেকোনো লোকাল নম্বরের জন্য প্রযোজ্য (জিপি-জিপি ও জিপি-অন্য অপারেটর, PSTN এবং মোবাইল)
- অফার চলাকালীন এই স্পেশাল ট্যারিফ (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড, ২৪ ঘন্টা) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FNF, FNF, কমিউনিটি ট্যারিফ (একতা প্রিপেইড ৩ ও ৪ ব্যতীত)-এর ক্ষেত্রে প্রযোজ্য
- স্পেশাল ট্যারিফ ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে
- অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *১২১*১*২# এবং অফারটি বন্ধ করতে ডায়াল করুন *১২১*১০০৩*১#
- গ্রাহক অন্য কোনো ১ পয়সা অফার নিলে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে। স্পেশাল অফারের মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজ-এ ফিরে যাবেন
- ৫৯MB ফ্রি ইন্টারনেট (শুধুমাত্র ৫৯ টাকা রিচার্জে) রিচার্জের সাথে সাথেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে ১ টাকা/MB হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকাকালীন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#
- রিচার্জ করার ৭২ ঘন্টার মধ্যে ওয়েলকাম টিউন সার্ভিস চালু হয়ে যাবে। (শুধুমাত্র ৫৯ টাকা রিচার্জে)
- ওয়েলকাম টিউন ফ্রি সাবস্ক্রিপশন ৩০ দিনের গণনা শুরু হবে সার্ভিস অ্যাক্টিভেশনের দিন থেকে
- সাবস্ক্রিপশনের পরে গ্রাহকগণ ৪০০০ অথবা *৪০০০# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে গান বেছে নিতে পারবেন
- সার্ভিসটি নবায়নের ক্ষেত্রে, গ্রাহকরা ইচ্ছামত সাবস্ক্রিপশন প্যাক (সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক) ও চার্জিং প্যাক নিতে পারবেন। পুরাতন গ্রাহকগণ এই ক্যাম্পেইন এর জন্য বিবেচিত হবেন না
- ৩০ দিনের ফ্রি ওয়েলকাম টিউন সার্ভিস শুধুমাত্র একবারের জন্য চালু হবে। ফ্রি ক্যাম্পেইন এর সময়সীমা শেষ হলে গ্রাহকরা সার্ভিসটি নবায়নের জন্য বিবেচিত হবেন ও ২৯তম দিনে এসএমএস পাবেন। (একবার/অটো রি-নিউ) বেছে নিতে পারবেন
- সবগুলো গান একসাথে বাজাতে/Random করতে Random লিখে SMS করতে হবে ৪০০০ নম্বরে অথবা *৪০০০# ডায়াল করে ১ চেপে ওয়েলকাম টিউন মেন্যু থেকে ৫ সিলেক্ট করতে হবে
- ওয়েলকাম টিউন সার্ভিস ডি-অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৪০০০*১*৫#
স্মার্টফোন বিজয়ী নির্বাচনের পদ্ধতি:
- স্মার্টফোন বিজয়ী নির্বাচনের সময়/পদ্ধতি: সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতি ৫ মিনিটে সর্বপ্রথম যিনি ৩৩ অথবা ৫৯ টাকা রিচার্জ করবেন, তিনি পাবেন একটি স্মার্টফোন
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক/MSISDN একবারই বিজয়ী হতে পারবেন। এর অর্থ হলো, যদি একজন গ্রাহক/MSISDN একটি স্মার্টফোন জিতে নেন, তাহলে তিনি ক্যাম্পেইন চলাকালীন সময়ে দ্বিতীয়বারের জন্য গ্রহণযোগ্য হবেন না। একই সময়ে একাধিক গ্রাহক/MSISDN এর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে যিনি সর্বপ্রথম জিপি নেটওয়ার্কে এসেছেন
- গ্রাহকগণ সকাল ১০ টা থেকে রাত ১০ টার মধ্যে প্রতি ৫ মিনিটে একজন গ্রাহক (প্রথম রিচার্জকারী ভিত্তিতে) স্মার্টফোন জিতে নিতে পারবেন
- ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতি ৫ মিনিটে প্রথম রিচার্জকারী ভিত্তিতে সর্বমোট ২,১৬০ জন গ্রাহককে (প্রতি ঘন্টায় বিজয়ী ১২ জন এবং প্রতিদিন বিজয়ী ১৪৪ জন) স্মার্টফোন দিয়ে পুরস্কৃত করা হবে (মডেল: সিম্ফনি জি২০, মূল্য ২৯০০ টাকা)
- স্মার্টফোন বিজয়ীদেরকে ১২১ থেকে ৯৬ ঘন্টার মধ্যে অবহিত করা হবে
- বিজয়ী ঘোষণা ও পুরস্কার প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেক বিজয়ীকে সংযোগ চালু রাখতে হবে
- বিজয়ী নির্বাচনে গ্রামীণফোন-এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে
- বিজয়ীকে পুরস্কার গ্রহণের সময় বিজয়ী নাম্বারটি অর্থাৎ যে নাম্বার/MSISDN-এ ৩৩ বা ৫৯ টাকা রিচার্জ করা হয়েছে – তা সাথে নিয়ে আসতে হবে
- বিজয়ীকে সর্বোচ্চ ৩ বার ১২১ থেকে কল দেয়া হবে। যদি বিজয়ী কল রিসিভ/উত্তর প্রদান না করেন, তাহলে তিনি স্মার্টফোনের অফারটি আর পাবেন না
- যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিজয়ী স্মার্টফোন সংগ্রহ করতে না পারেন, তাহলে তিনি স্মার্টফোনের অফারটি আর পাবেন না। গ্রামীণফোন থেকে ১২১ এর মাধ্যমে পুরস্কার প্রদানের সময় এবং ডেলিভারি পয়েন্ট ফোন করে জানিয়ে দেয়া হবে
- Skitto, BPO, ERS এবং পোস্টপেইড গ্রাহকগণ এই অফারটির জন্য প্রযোজ্য নন
-
গ্রাহকগণ Flexiload, MyGP, GPAY, GP Web এবং অন্যান্য রিচার্জ মাধমে রিচার্জ করলে এই অফারটি পাবেন। ব্যালেন্স ট্রান্সফার প্রযোজ্য নয়
- উপরে উল্লেখিত শর্তাবলী বিবেচনার মাধ্যমে গ্রাহকগণ এই অফারটি নিতে পারবেন
- সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+মূল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য