গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড (BPO, ERS বাদে) গ্রাহক নিতে পারবেন।
২৮ ফেব্রুয়ারী থেকে যারা ইন্টারনেট ব্যবহার করে নাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
গ্রাহককে এই অফারটি পেতে USSD কোড ডায়াল করতে হবে: *১২১*৩১৮৩#
গ্রাহক এই অফার সর্বোচ্চ ১ বার নিতে পারবে।
গ্রাহকের অফারের ব্যালেন্স শেষ হয়ে গেলে মেয়াদ থাকাকালীন পর্যন্ত ব্যবহারের উপর চার্জ হবে। টাকা ১.২২ /MB করে ২৪৪ পর্যন্ত (SD+VAT+SC সহ)।
অফার মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহকরা টাকা ১.২২ /MB (SD+VAT+SC সহ) চার্জ হবে সর্বোচ্চ ২৪৪ টাকা পর্যন্ত (SD+VAT+SC সহ)
অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে যদি মেয়াদ থাকাকালীন সময়ে একই প্যাক ক্রয় করেন।
অল্প ইন্টারনেট ভলিউম থাকা অবস্থায় গ্রাহক যদি একাদিক এপ্লিকেশন ব্যবহার করে, সেক্ষেত্রে গ্রাহককে মূল একাউন্ট থেকে চার্জ করতে পারে, এমন অবস্থায় নতুন এপ্প্লিকেশনে যাওয়ার সময় পূর্বের এপ্লিকেশন বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে
ইন্টারনেট অফারটি বাতিল করতে ডায়াল করুন *121 * 3041#