বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জিআরপি পুলিশের অভিযানে চলন্ত ট্রেন থেকে ফেনসিডিল উদ্ধার

দর্শনারা মাদকব্যবসায়ী বিউটি আটক
নিউজ ডেস্ক:পোড়াদাহ রেলওয়ে থানা জিআরপি পুলিশের মাদক বিরোধী অভিযানে চলন্ত রকেট ট্রেন থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় দর্শনা মোহাম্মদপুরের আলোচিত মাদক ব্যবসায়ী বিউটি খাতুনকে আটক করে পুলিশ। ঘটনাটি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জানা যায়, গতকাল রোববার বেলা ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট লোকাল ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে ট্রেনে কর্তব্যরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ট্রেনে একটি ফেনসিডিলের চালান যাচ্ছে। এসময় পুলিশের এটিএসআই পারভেজ আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় রকেট ট্রেনের প্রতিটি বগিতে। ট্রেনটি পথিমধ্যে হালসা স্টেশনে পৌঁছালে একটি বগি থেকে ছিটের নিচ হতে লাল রং এর ব্যাগ থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় ছিটে বসে থাকা আলোচিত মাদক ব্যবসায়ী দর্শনা মোহাম্মদপুরের রনি ড্রাইভারের স্ত্রী বিউটি খাতুনকে আটক করে। আটককৃত আসামীর সম্পর্কে তথ্য সংগ্রহ না করেই পোড়াদাহ থানার ওসি আসামীকে ছেড়ে দেয়।
আসামী ও উদ্ধারকৃত ফেনসিডিল সম্পর্কে মোহা. সোলায়মান হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি জানান- আসামীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার হয়নি, তার ছিটের নিচ হতে উদ্ধার করা হয়েছে। তাছাড়া তাকে থানায় নেয়া হলে আসামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাকে পোড়াদহ নাহার ক্লিনিকে ভর্তি করে সুস্থ করে ছেড়ে দেয়া হয়। এরই ভিত্তিতে বিষয়টি সম্পর্কে সন্তোষজনক উত্তর না পাওয়ায় উর্ধতন কর্তৃপক্ষকে জানালে উর্ধতন কর্তৃপক্ষ পুনরায় তদন্ত করার আদেশ দেন। পরে ওসি বিভিন্ন মাধ্যমে তদন্ত শুরু করে জানতে পারে বিউটি খাতুন একজন মাদকব্যবসায়ী এবং উদ্ধারকৃত ফেনসিডিল তার। পরে দর্শনা জিআরপি পুলিশে এসআই জিয়াউর রহমানের সহযোগীতায় গতকালই রাত ৯টার দিকে বিউটি খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পোড়াদাহ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular