নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, আম্বিয়া-প্রধান) নেতাদের বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সাথে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়ে জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বরাবর দলের অস্থায়ী কার্যালয় ২২/১ তোপখানা রোড, ৫ম তলা, ঢাকা ১০০০ ঠিকানাতে পত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। জাসদ নেতৃবৃন্দ আমন্ত্রণ গ্রহণ করেছেন।
পত্রে লেখা হয়েছে : “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে দেশের মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছে। যেহেতু বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শীঘ্রই উত্তীর্ণ হচ্ছে, সেহতেু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ সাপেক্ষে নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতি আগ্রহ ব্যক্ত করেছেন। সেইলক্ষ্যে আগামী ৯ জানুয়ারী ২০১৭ খ্রি. সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি আপনার দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।”