বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জায়োনিষ্ট বা ইহুদিবাদী শব্দ সংবলিত পোস্ট সরিয়ে ফেলবে মেটা

ফেসবুক থেকে জায়োনিষ্ট বা ইহুদিবাদী শব্দ সংবলিত পোস্ট সরিয়ে ফেলবে মেটা কর্তৃপক্ষ। মেটা মনে করছে, এই শব্দগুলোর মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মেটা দাবি করছে, যেসব পোস্টে ইহুদি বা ইসরায়েলিদের বুঝাতে “জায়োনিষ্ট” শব্দটি ব্যবহার করা হয়, সেসব পোস্ট তারা মুছে ফেলবে।

ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক আন্দোলন হিসেবে জায়োনিজম না জায়নবাদের উদ্ভব হয়। কিন্তু এখন এই শব্দটি ইহুদিদের বিরুদ্ধে একটি গালি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জায়োনিষ্ট শব্দ আছে, এরকম পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ আগেও সরিয়ে ফেলেছিলো। তবে ফেসবুকে এই শব্দটি যেভাবে ব্যবহৃত হয়, সেভাবে চিহ্নিত করার নীতি তাদের কাছে যথেষ্ট ছিলোনা। তবে এখন তারা চেষ্টা করছে, সব পোস্ট চিহ্নিত করে সেগুলো সরিয়ে ফেলার।

উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় থেকে অনইলাইনে ইহুদিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচারের জন্য “জায়োনিষ্ট” শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। মূলত এর মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছিলো। তাই মেটার এই নীতি গ্রহণের পরে মার্ক জাকারবার্গকে স্বাগত জানিয়েছে ইহুদি গোষ্ঠীগুলো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular