জামাতাকে ইরাকে পাঠালেন ট্রাম্প !

0
27

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার শীর্ষ উপদেষ্টা জেরাড কুশনার অঘোষিত সফরে ইরাকে পৌঁছেছেন। তার সাথে রয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জোসেফ ডানফোর্ড।

রোববার কুশনারের ইরাক সফরের বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কুশনারকে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি দূতের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এ দায়িত্ব পাওয়ার পর এটাই কুশনারের প্রথম ইরাক সফর। তার এই সফরের বিষয়ে আগে কিছু জানানো হয় নি। তার এ সফরের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় এবং এ সফর সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করা হয় নি।

গত ২০ মার্চ হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ওই সময় আবাদি সাংবাদিকদের জানিয়েছিলেন, সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সমর্থণের বিষয়টি তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুই সপ্তাহের মধ্যেই বাগদাদে নিজের শীর্ষ উপদেষ্টাকে পাঠালেন ট্রাম্প।