জাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা !

0
31

নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ২১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার রাত ১২টার দিকে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে ৪৪ জন, যুগ্ম সাধারণ পদে নয়জন, সাংগঠনিক সম্পাদক পদে নয়জন, প্রচার সম্পাদক পদে একজন, প্রচার উপসম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে একজন, দপ্তর উপসম্পাদক পদে দুইজন ও সহসম্পাদক পদে ৫৩ জন পদ পেয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে ২৭ জন এবং আরো বেশ কয়েকটি বিষয়ে সম্পাদক ও উপসম্পাদক পদ পেয়েছেন অনেকেই। নতুন কমিটির বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ত্যাগী নেতা-কর্মীদের নতুন কমিটিতে আনা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী মো. জুয়েল রানাকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।