জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্লাটফর্ম চট্টগ্রাম জেলা সমিতি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। তারা পরীক্ষার্থীদের মধ্যে প্রতিদিন ৫০০ বোতল বিশুদ্ধ খাবার পানি বিনামূল্যে বিতরণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ডেইরি গেটের নিকটে চট্টগ্রাম জেলা সমিতির পরিচালনায় এই পানি বিতরণ কর্মসূচি পরিচালনা করেন তারা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকা শিক্ষার্থীরা অনেক সময় সঠিকভাবে পানি পান করতে পারেন না, আর তাই এই উদ্যোগটি তাদের জন্য অত্যন্ত উপকারী বলে জানান পরীক্ষার্থীরা।
চট্টগ্রাম জেলা সমিতির সভাপতি মাহমুদুল হাসান জানান, “প্রতি বছর আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি, তবে এবার আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি – পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি বিতরণ। এটা আমাদের ছোট একটি উদ্যোগ, কিন্তু আমরা বিশ্বাস করি, এটি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার চাপ কমাতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন, এই কার্যক্রমে সহায়তা করছে মুসকান ড্রিকিং ওয়াটার এবং ২৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চট্টগ্রাম জেলা সমিতি পূর্বে পরীক্ষার্থীদের তথ্য প্রদান, মালামাল সংরক্ষণ ও আবাসন সহায়তা প্রদান করত, কিন্তু এবার তারা পানির বিতরণও করছে।
হাসান জামান বলেন, এই পদক্ষেপটি শিক্ষার্থীদের জন্য একটি মানবিক সহায়তা, যা তাদের ভর্তি পরীক্ষার সময় আরও সহায়ক হবে। চট্টগ্রাম জেলা সমিতির এই উদ্যোগটি শিক্ষার্থীদের জীবনে একটি নতুন আলোকবর্তিকা হয়ে উঠতে পারে, যেহেতু এটি তাদের জন্য শারীরিক ও মানসিকভাবে সহায়ক।