জাবির ২১ শিক্ষার্থী বহিষ্কার !

0
39

নিউজ ডেস্ক:

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মারামারিসহ  পাঁচটি ঘটনায় জড়িত অভিযোগে ২১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, ’২১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছে।