জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ক্যাম্পাস আবর্জনামুক্ত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ‘সেন্ট্রাল ফিল্ড’ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীদের মাস্ক, গ্লাভস, বড় প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য সরঞ্জামসহ ক্যাম্পাস পরিষ্কার করতে দেখা যায়। অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়ক, ক্যাফেটেরিয়া, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনটির সদস্যরা। ১০ দিনব্যাপী ‘ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট’ এর আজকে ছিল শেষ দিন।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা জানান,
আজ জাবির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আর এ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিগত ০৯ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫, পুরো সপ্তাহ জুড়ে ক্যাম্পাসে ছিল শিক্ষার্থী-অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষের আনাগোনা। এ কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর আবর্জনা জমে এবং ক্যাম্পাসের সৌন্দর্য ও সার্বিক পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার করতে তারা স্বেচ্ছায় এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম নিজব্যয়ে ক্রয় করেছে সংগঠনটি। ক্যাম্পাসের প্রতি নিজেদের ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রমে স্বতঃস্ফর্ত অংশগ্রহণ করেন তারা ।
এ বিষয়ে সংগঠনটির ঢাকা জেলার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট এর ১০তম দিনে আমরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালাবো। বিগত ৯ দিনে আমরা বিভিন্ন জেলা সমিতির হেল্পডেস্ক টেন্টে গিয়ে সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও ময়লা ফেলার জন্য ঝুড়ি বিতরন করেছি। এছাড়াও পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়ার লক্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্রিয়াশীল সংগঠনগুলোর সাথে সাক্ষাত করেছি। সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করলে পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগরের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”