নিউজ ডেস্ক:
জাপানের রাজধানী টোকিওর কিতা ওয়ার্ডের আকাবানে ভিবিও হলে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের ব্যানারে সম্প্রতি উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বিগত সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপদেষ্টা তাজউদ্দিন মাহমুদ রবি। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগ সভাপতি কাজী মাহফুজুল হক লাল ও বঙ্গবন্ধু পরিষদ, জাপান শাখার প্রধান এমদাদ শেখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন সরকার।
তাজউদ্দিন মাহমুদ রবি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি, জঙ্গিবাদ, স্বাধীনতাবিরোধী রাজাকার মুক্ত প্রশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়া ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি তার বক্তব্যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী যুবলীগ নেতা এমডি আলামিন খান।