বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জানেন তারা নাকি মা-ছেলে!

নিউজ ডেস্ক:

দেখে মনে হবে বয়স সর্বোচ্চ ২০-২২ বছর। ছিপছিপে শরীরে গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে তার। হয়ত এখনো স্কুল-কলেজের শিক্ষার্থী।  বাস্তবটা কিন্তু উল্টো। ওই নারীর বয়স ৫০ বছর। তার ২২ বছরের একটি ছেলেও আছে। সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন যখন মা-ছেলে একসঙ্গে কোথাও বের হন। অনেক ভুল করে ভুল প্রশ্ন করে বসেন।

চিনের হেনান প্রদেশের জিনইয়াঙ্গে বসবাস করা এই নারীর নাম লিউ ইয়েলিন। ছোট থেকেই ফিটনেস নিয়ে সচেতন লিউ। তাই যোগ ব্যয়াম থেকে শুরু করে সুইমিং— সুস্থ থাকতে দিনের বেশির ভাগ সময়টাই শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। আর দৈনন্দিন এ জীবন যাপন প্রণালীই তাকে এই বয়সেও ‘টিন-এজ’ রেখেছে বলে মনে করেন তিনি।

লিউয়ের ২২ বছরের ছেলেটি একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে কাজ করে। কিন্তু ছেলের সঙ্গে বেরোলে সকলেই ছেলেকে তার বয়ফ্রেন্ড বলে ভুল করেন।

লিউ বলেন, নিজেকে এখনও ১৭ বছরের কিশোরী বলেই মনে করি। ৮০ বছরেও এমনই সুন্দর থাকতে চান লিউ ইয়েলিন।

তিনি জানান, অবসর সময়ে সাঁতার কাটতে ভালবাসেন। গত বছর মাত্র চার ঘণ্টায় স্ট্রেট অব মলাক্কা পাড়ি দিয়েছিলেন তিনি। শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। নিয়মিত রক্ত দান করেন।

সূত্র: আনন্দবাজার

Similar Articles

Advertismentspot_img

Most Popular