মেহেরপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪২তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে আমদাহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আমদাহ গ্রামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আমদাহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক বায়েজিদ আহম্মেদ সুইটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর, সদর থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, মাহাবুব আলম মাহাবুব , মিজানুর রাহমান অপু, সাজেদুল ইসলাম সাজু , জেলা আহবায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান উজ্জল প্রমূখ।
জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি সদস্য মালেকুল ইসলাম মোহনের সঞ্চালনায় বর্ধিত সভায় আরো বক্তব্য দেন জেলা আহবায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, সাবেক ছাত্রনেতা রাহিনুর জামান পলেন প্রমূখ। এসময় সেখানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি জমির উদ্দিন বিশ্বাস, ওয়ার্ড সভাপতি রওশন আলী, আমদাহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ, হাবিবুর রহমান হাবিব, খবির উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জুয়েল, নুরুল ইসলাম রাজু, নাহিদ মাহামুদ,বাদশা সালেহীন আলমসহ যুবলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।