বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে ওরিয়েন্টেশন

মেহেরপুর প্রতিনিধিঃ আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জেলা স্বস্থ্য বিভাগ এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব  করেন সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের খৃলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. আরিফুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। মতবিনিময় সভায় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান পার্শপ্রতিক্রিয়া এড়াতে খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। তিনি জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৪৩২ জন শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রং’র ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩৬৮ জন শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ব্যাপী ৪৯০টি কেন্দ্রে দু’জনকে ৯৮০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular