বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জাতীয় পরিচয়পত্রের সূত্রেই জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ !

নিউজ ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামের ভবনের নিচ তলায় জঙ্গি আস্তানার যে সন্ধান পাওয়া গেছে তা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরেই হয়েছে। নব্য জেএমবি নেতা মুসার স্ত্রী’র খোঁজে সিলেটে ৫ দিন ধরে কাজ করছে পুলিশ সদর দফতরের একটি টিম। এজন্য আজ ভোর রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়।

অভিযানিক দল খোঁজ-খবর নিতে গিয়ে জানতে পারে, সনাতন ধর্মবলম্বী বসতি আধিক্য শিববাড়ি এলাকার উস্তার মিয়ার ভাড়া বাসায় মুসলমান ভাড়াটিয়া থাকেন। উস্তার মিয়া অভিযানিক দলকে ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ড বের করে দেখান। এক পর্যায়ে ‘মর্জিনা’ নামের ভুয়া আইডি নম্বরের কার্ডটি শনাক্ত করে বাসা ঘেরাও করে পুলিশ।

আজ ভোর থেকে বাড়ি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল ৯টা থেকে পুলিশ ভবন লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ কর্মকর্তারা বলেন, জঙ্গিরা ‘মর্জিনা’ কোড ব্যবহার করছে। আর স্বামী-স্ত্রী সেজে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার নাম করে বাসা ভাড়া নেয়।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular