জাতীয় ঐক্যের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

0
2

জাতীয় ঐক্যের সমর্থনে দেশের ১৬ বিশিষ্টজন একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি আজ শনিবার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ২০২৪ সালের ৫ আগস্ট এক নতুন সূচনার সাক্ষী হয়, যখন এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শাসন পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেন। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন সমাজের সব স্তরের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছেন। দেশটির সামনে এখন জরুরি কাজ হলো, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের প্রতি আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন, অর্থনীতির পুনর্গঠন এবং একটি গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন।

এ প্রেক্ষাপটে, পতিত শাসনের শক্তিগুলো তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রকাশ্য এবং গোপন সমর্থনে দেশে বিভাজন সৃষ্টির জন্য সক্রিয় রয়েছে। তারা মিথ্যা তথ্য এবং অপপ্রচার ছড়িয়ে এবং সহিংসতা উসকে দিচ্ছে। বিশেষ করে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অতিরঞ্জিত, অতিরিক্ত রঙিন এবং অনেক সময় ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিবেদন প্রচারের মাধ্যমে একটি সম্মিলিত প্রচারণা চালানো হচ্ছে। এই প্রোপাগান্ডার ফলে চট্টগ্রামে গত ২৬ নভেম্বর সাইফুল ইসলাম নামে একজন সরকারি আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়।

আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই শোকাবহ পরিস্থিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা রয়েছে। যেকোনো সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তবে, বাংলাদেশের জনগণ সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে এবং সহিংসতা বৃদ্ধির যে কোনো চেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করেছে। হত্যাকারীরা কোনো সম্প্রদায়, ধর্ম বা গোষ্ঠীর প্রতিনিধি নয়; বরং তারা শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকদের এজেন্ট হতে পারে।
যদি তদন্তে এটি প্রমাণিত হয়, তবে এটি নিশ্চিত করবে যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার সরাসরি হুমকি। পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী এখনো মুক্ত, যখন তার সহযোগীরা তাদের অবৈধভাবে অর্জিত সম্পদের সুবিধা ভোগ করছে। ভারত থেকে তার নির্জন আশ্রয় থেকে হাসিনা বাংলাদেশকে হুমকি দিয়ে চলেছে।

এই প্রেক্ষাপটে সমস্ত গণতন্ত্রপন্থী শক্তিকে ধৈর্য ও সংযম প্রদর্শন করতে হবে, যখন আমরা বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছি। যেকোনো উত্তেজনাপূর্ণ আহ্বান বা কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং পতিত স্বৈরাচারীকে সুবিধা দিতে পারে। তদুপরি, হাসিনা শাসনের রেখে যাওয়া বিশাল অর্থনৈতিক গহ্বর থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। সাম্প্রদায়িক বা রাজনৈতিক সহিংসতা আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ করবে এবং এই মুহূর্তে অতি প্রয়োজনীয় দেশীয় ও বিদেশি বিনিয়োগকে ভীতি প্রদর্শন করবে।

আমরা সকল বাংলাদেশিকে, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ, আদর্শ, লিঙ্গ, বয়স বা যে কোনো বৈশিষ্ট্যের পার্থক্যের ঊর্ধ্বে উঠে এই হুমকির মুখে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাই। আমরা বাংলাদেশের ঐক্যবদ্ধ কণ্ঠের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন, ড. রুমি আহমেদ খান, বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক, চিকিৎসক, কনভেনর – বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক; ড. শামারুহ মির্জা বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট, প্রতিষ্ঠাতা-ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি; ড. শফিকুর রহমান, লেখক এবং অ্যাক্টিভিস্ট; এহতেশামুল হক, আইনজীবী; জ্যোতি রহমান, অর্থনীতিবিদ ও লেখক; ড. ফাহাম আবদুস, বিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট; নুসরাত খান মজলিশ, প্রকৌশলী; ড. নুসরাত হোমায়রা, বিজ্ঞানী; ড. সৈয়দ রউফ, জনসেবা, কানাড; নাজিয়া আহমেদ, অর্থনীতিবিদ এবং সামাজিক উদ্যোক্তা; মেজর শাফায়েত আহমদ (অব.), লেখক এবং অ্যাক্টিভিস্ট; ড. আহমাদ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রকৌশলী; সুলতান মোহাম্মদ জাকারিয়া, শিক্ষাবিদ ও মানবাধিকার রক্ষাকর্মী; ড. মুবাশার হাসান, একাডেমিক ও সামাজিক ন্যায়বিচারকর্মী, নির্বাহী পরিচালক, সিডনি পলিসি অ্যানালাইসিস সেন্টার; ইফাত তাবাসসুম, জনসেবা, অস্ট্রেলিয়া; ড. সাইফুল খান্ডকার, অধ্যাপক; রূপম রাজ্জাক, ডেটা প্রকৌশলী ও মানবাধিকার রক্ষাকর্মী, যুক্তরাজ্য এবং  ড. মোহাম্মদ মিয়া, বিনিয়োগ কৌশলবিদ এবং আর্থিক পেশাজীবী।