জয়রামপুর মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

0
17

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠ থেকে শওকত আলী (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জয়রামপুর কুমারীদাহ গ্রামের রিপন মিয়ার আমবাগানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শওকত আলী জয়রামপুরের মল্লিকপাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে।

জানা গেছে, সকালে মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক শওকত আলীর লাশ পড়ে থাকতে দেখে দামুড়হুদা মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা বলেন, সোমবার রাত রাত ১২টা থেকে শওকত আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৬টার দিকে লোক মারফত সংবাদ পাওয়া যায় তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি প্রচণ্ড রাগী ছিলেন, পরিবারের সাথে কোনো রকম মনোমালিন্য হলেই তিনি বিষপান করতেন। এর আগেও তিনি দুইবার বিষপান করেছিলেন। কিন্তু এবার তৃতীয় বার বিষপানে তার মৃত্য হয়।
শওকতের ছেলে মাসুদ বলেন, ‘আমার আব্বার মাথার সমস্যা ছিল। যখন-তখন পাগলামি করতো। এভাবে বিষ খেয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, ভাবতে পারিনি। আমাদের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।