সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট জেলা প্রতিনিধি :
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটে জামায়েত নেতা দেলোয়ার হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ১লা জানুয়ারি বুধবার জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় সকাল ৮ টায় এই দুর্ঘটনাটি ঘটে ।
এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।সে জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী দন্ডপানি গ্রামের মাফেজ উদ্দিন এর ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
সে সময় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
তার এই মৃত্যুতে জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাইদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া তাৎক্ষণিক শোক জানিয়েছেন বলে জানা গেছে।