বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই ভারতীয় সেনাসহ মোট ৪ জন নিহত হয়েছেন। সূত্র অনুযায়ী, এই হামলায় দুইজন সেনাসদস্যের পাশাপাশি দুইজন গৃহকর্মীও প্রাণ হারিয়েছেন। এসময় তিনজন আহত হয়েছেন।

সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দিয়ে জানিয়েছে, বারামুল্লার বুটাপাথরি এলাকায় অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের আগে অস্ত্রধারীরা একটি সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ চালায়।

এই হামলার কয়েক ঘণ্টা আগে এক শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহত হন। ওই শ্রমিকের নাম প্রীতম সিং। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলেও জানা গেছে।

সর্বশেষ হওয়া এই হামলাটি বিগত ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় হামলা। এই হামলার ঠিক তিন দিন আগে অস্ত্রধারীরা নির্মাণশ্রমিকদের এক ক্যাম্পে আক্রমণ চালিয়ে ছয়জন শ্রমিক এবং একজন চিকিৎসককে হত্যা করে।

নিহতদের মধ্যে কাশ্মীরের বুদগামের বাসিন্দা ডা. শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা গুরমিত সিং ছাড়াও বিহারের মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির এবং কালিম নিহত হন বলে জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular