রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার মার্কেটগুলোতে পর্যাপ্ত ভিড় লক্ষণীয়। ঈদ উদ্ধসঢ়;যাপনের লক্ষে শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিনছেন তাদের পছন্দের সামগ্রী। মার্কেটগুলোর চেয়ে রাস্তার পাশের দোকান গুলোতে ক্রেতাদের ভিড় বেশি থাকে। রাস্তার এই দোকান গুলোর কারণে রাস্তা সংকুচিত হয়েছে এতে রাস্তায় জনসাধারণের চলাচলের পাশাপাশি যানবহন চলাচলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কিনছেন তাদের পছন্দের জিনিসপত্র। মধ্য ও নি¤œবিত্ত ধরনের ক্রেতারা রাস্তার পাশের দোকান থেকে পছন্দের সামগ্রী কিনছেন আর সমাজের উচ্চবিত্ত লোকেরা বিভিন্ন শপিং কমপ্লেক্স অভিজাত বিপনী থেকে কিনছেন তাদের পছন্দের সামগ্রী। রিয়া বস্ত্র বিতানের মালিক মোতালেব হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার দেশীয় কাপড়ের মান ভাল হওয়ায় ও দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতাদের দেশীয় কাপড়ের প্রতি চাহিদা বেশি দেখা যাচ্ছে। ৭শ’ থেকে শুরু করে ২ হাজার টাকার বেশি থ্রি পিচ গুলো বেশি বিক্রি হচ্ছে। ন্যাশনাল ক্লথ স্টোরের মালিক লিটন বলেন, দেশি শাড়ীর মধ্যে সিল্ক, কাতান ও টাঙ্গাইলের শাড়ীর চাহিদা বেশি রয়েছে। তাছাড়া বিভিন্ন মাপের গার্মেন্টস পোশাক বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এভারগ্রীন শপিংমলের মালিক বাবু বলেন, গত বছরের তুলনায় এ বছর কেনা বেচা একটু বেশি। ছেলেদের পাঞ্জাবী, প্যান্ট, শার্ট, টি শার্ট
মেয়েদের জামা, লেহেঙ্গা সহ আরো অনেক ধরনের দেশীয় পোশকের চাহিদা বেশি রয়েছে। শুধু জামা, কাপড় ও শার্ট, প্যান্ট দিয়েই শেষ নয় জুতা ও কসমেটিক্সের দোকানেও ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। জুতার দোকানগুলোতে ক্রেতা আকর্ষণ বাড়াতে শতকরা ১০ থেকে ২০ ভাগ পর্যন্ত ঈদ উপলক্ষে ছাড় দেয়া হচ্ছে। ঈদের কেনাকাটা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। এতে বিক্রেতারা খুশি। সব মিলিয়ে জমে ওঠেছে কামারখন্দের ঈদের কেনাকাটা।