বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জমকালো আয়োজনে মেহেরপুরে এনটিভি’র ১৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

মেহেরপুর প্রতিনিধিঃ  জমকালো আয়োজনে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ভোজের মধ্যে দিয়ে  মেহেরপুরে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ১৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রেসক্লাব থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পৌর মেয়র মাহাফুজুর রহমার রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, এনটিভি’র জেলা প্রতিনিধি রেজ আন উল বাসারসহ জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি’র জেলা প্রতিনিধি রেজ আন উল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহাফুজুর রহমার রিটন , অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠান শেষে সেখানে প্রীতিভোজ ও অতিথিদের উপহার প্রদান করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular