জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেখা যায়, ছাত্রদল প্রধান ফটকের ডান পাশে ও ৩য় ফটকের বাম পাশে মোট দুইটি ও ইসলামী ছাত্র আন্দোলন প্রধান ফটকের ডান পাশে একটি এবং ছাত্র অধিকার পরিষদ ২য় ফটকের পাশে শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপন করেছে।অন্যদিকে প্রধান ফটকের বাম পাশে একটি,২য় ফটকের বাম পাশে একটি ও ৩য় ফটকের ডান পাশে একটিসহ মোট তিনটি শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন করেছে শিবির।
বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছামূলক উপহারস্বরূপ কলম প্রদান, সুপেয় পানির ব্যবস্থাও করেছে তারা। এছাড়াও পরীক্ষা চালকালীন বই,মোবাইল,ঘড়িসহ ইলেকট্রিক জিনিসপত্র জমা রেখে সহায়তা করছে।
শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্রদের কল্যাণেই কাজ করে থাকে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা থেকে শুরু করে আমরা তাদের তথ্য সরবরাহের জন্য সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করেছি, শিক্ষার্থীদের উপহার হিসেবে কলম ও পানি দিচ্ছি । এছাড়াও পরীক্ষার্থীদের সাথে আসা অবিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ.কে.এম. রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ তাদের চেষ্টার ফলে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করার জন্য। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন জেলা কল্যাণ যেভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করার জন্য উদগ্রীব হয়ে আছে তাতে সবার কাছে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বার্তা প্রেরণ হচ্ছে এবং যার যার সংগঠনকে তুলে ধরার মাধ্যমে পারস্পারিক সম্পর্কের উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, ‘ডি’ ইউনিটে সাড়ে ৯ টা থেকে ১০ টা, ১২টা থেকে ১টা এবং সাড়ে ৩টা থেকে ৪ টা- এই তিনটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে।তিনটি শিফটে ২৪,৯৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।